fbpx

Dahlia (ডালিয়া) 1 Packet Seeds

150.00৳ 

নামঃdahlia,ডালিয়া

বৈজ্ঞানিক নাম: Dahlia sp

বর্ণনাঃডালিয়া বীজ, মূলজ কন্দ, ডাল কলম এবং ক্ষেত্রবিশেষে জোড় কলমের সাহায্যে বংশবিস্তার করে।
ডালিয়া ফুল গাছের গোড়ায় জন্মানো মূলজ কন্দ পরবর্তী বছর চারা তৈরির কাজে ব্যবহৃত হয়।
ফাল্গুন-চৈত্র মাসে ফুল শেষে গাছ নিস্তেজ হয়ে পাতা ও ডাঁটা শুকিয়ে এলে কন্দ পরিপক্ব ও সংগ্রহ উপযোগী হয়।
মাটির নিচ থেকে অক্ষত অবস্থায় কন্দ তুলে ১-২ দিন বাতাসে শুকিয়ে আলুর মতো শুষ্ক বালিতে সংরক্ষণ করতে হয়।
অতঃপর ভাদ্র-আশ্বিন মাসে কন্দগুলোকে অর্ধেক মাটি ও অর্ধেক বালিমিশ্রিত বীজতলা বা টবে রোপণ করে সামান্য পানি সিঞ্চন করলে কয়েক দিনের মধ্যে কন্দের চোখ থেকে নতুন চারা বের হয়।
আশ্বিন-অগ্রহায়ণ পর্যন্ত সময়ে জমিতে কিংবা টবে ডালিয়া ফুলের চারা রোপণ করা যায়।
ডালিয়া ফুল চাষের জন্য মাটি গভীরভাবে নরম ও ঝরঝরে করে তৈরি করে নিতে হবে।
চারা ২ -৫ সে.মি. লম্বা হলে মূলজ কন্দটিকে চারাসহ কেটে টুকরো করে নির্ধারিত জমিতে বা টবে রোপণ করতে হয়।
অপরদিকে আশ্বিন-অগ্রহায়ণ মাসে ডালিয়ার ডাল কলম করা যায়।
এ সময় মূলজ কন্দে জন্মানো কচি চারা বা ডাল থেকে গিটসহ কেটে বা ভেঙে নিতে হয়।
তা ছাড়া পুষ্ট কন্দ বা কাণ্ডের পাশে জন্মানো ১৫-২০ সে.মি. লম্বা পুষ্ট ডাল ও গিটসহ সংগ্রহ করা চলে।
পরে ডালগুলোকে বালি ভর্তি টবে কিংবা জমিতে পুঁতে প্রয়োজন মতো হালকা সেচ দিলে ১০-১৫ দিনের মধ্যে ডালে শিকড় গজায়।
শিকড় গজানোর পর কলমগুলোকে সাবধানে তুলে পলিথিন ব্যাগে বা ছোট টবে ৫০ শতাংশ গোবরমিশ্রিত মাটিতে লাগাতে হয়।
৮ -১০ দিনের মধ্যে চারা সতেজ হয়ে উঠলে নির্ধারিত জমিতে বা টবে রোপণ করতে হবে।
ডালিয়া চাষের জমিতে জাতভেদে ৬০-৯০ সে.মি. দূরত্ব সারিবদ্ধভাবে আর প্রতি টবে একটি চারা রোপণ করতে হয়।
টবের আকার ২৫ সে.মি. হলে ভালো হয়।

This site uses cookies to offer you a better browsing experience. By browsing this website, you agree to our use of cookies.