নাম ঃবারি-১১
বৈজ্ঞানিক নামঃ Mangifera Indica
বর্নণাঃ বারি আম ১১ বারোমাসি জাতের আম অর্থাৎ সারা বছরই ফল দিয়ে থাকে।বছরে তিনবার ফল প্রদান করে থাকে।
ফল লম্বাটে ( লম্বায় ১১.৩ সেমি ) এবং প্রতিটি আমের গড় ওজন ৩০০-৩৫০ গ্রাম।কাঁচা আমের ত্বক হালকা সবুজ।
রোপণ এবং পরিচর্যাঃআমের চারা রোপণের আদর্শ সময় হল বর্ষার আগে বা পরে। শীতের সময় চারা রোপণ না করাই ভাল। চারা লাগানোর জায়গাটা বেছে আড়াই ফুটের গর্ত করে জৈব সার ৪০-৫০ কেজি ও আড়াইশো গ্রাম সিঙ্গল সুপার ফসফেট দিয়ে ভর্তি করে ১৫ দিনের মতো ফেলে রাখতে হয়। চারা লাগানোর তিন-চার দিন আগে গর্তগুলো ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে নিতে হবে।
ফল ধরার সময়ঃ জুন থেকে জুলাই পর্যন্ত ফল পাকার জন্য প্রস্তুত থাকে।
Badal01 –
ভেরি নাইস