নামঃ থাই মিষ্টি কামরাঙ্গ
জাতঃথাই কামরাঙ্গা
বর্ণনাঃএটি ভিটামিন এ ও সি এর উৎকৃষ্ট উৎস।প্রতি একশ গ্রাম কামরাঙ্গায় শক্তি মেলে ৩১ কিলোক্যালরি। শর্করা ৬.৭৩ গ্রাম, চিনি ৩.৯৮ গ্রাম, খাদ্য ফাইবার ২.৮ গ্রাম, স্নেহ ০.৩৩ গ্রাম, প্রোটিন ১.০৪ গ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) ০.৩৯ মিলিগ্রাম, ফোলেট (বি৯) ১২ভিটামিন সি ৩৪.৪ মিলিগ্রাম ছাড়াও কামরাঙ্গায় পাওয়া যাবে ভিটামিন এ, ফসফরাস, পটাশিয়াম ও দস্তা। কামরাঙ্গার ঔষধিগুণও বিস্ময়কর।
লাগানোর উপযুক্ত সময়ঃচারা বা কলম রোপণের উপযুক্ত সময় মধ্য জৈষ্ঠ থেকে মধ্য ভাদ্র (জুন-সেপ্টেম্বর) মাস। তবে ছাদের টবে আশ্বিন-কার্তিক (অক্টোবর) মাস পর্যন্ত চারা/কলম রোপণ করা যেতে পারে। বাড়ির ছাদে বারোমাসি কলমের জাত সারা বছর লাগানো যায়।
মাটি তৈরি:দুই ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৪০-৫০ গ্রাম টি,এস,পি সার, ৪০-৫০ গ্রাম পটাশ সার একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন । অতঃপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার ৪-৫ দিন একইভাবে রেখে দিতে হবে । মাটি ঝুরঝুরে হলে সুস্থ-সবল কলমের চারা গোঁড়ার মাটি সহ রোপন করতে হবে । গাছের গোঁড়ার মাটি কিছুটা উঁচু করে হাত দিয়ে চেপে দিতে হবে।
চারা লাগানোর প্রথম দিকে পানি কম দিতে হবে।আস্তে আস্তে পানি বাড়াতে হবে। ১০-১৫ দিন পর পর টবের মাটি নিড়ানি দিতে হবে। গাছ লাগানোর ৪-৫ মাস পর থেকে নিয়মিত ১৫-২০ দিন পর পর খৈল পচা পানি প্রয়োগ করতে হবে। সরিষার খৈল ১০দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোঁড়ায় দিতে হবে। ১ বছর পরপর ২ ইঞ্চি প্রস্থে, ৬ ইঞ্চি গভীরের শিকড়সহ মাটি ফেলে নতুন মাটি দিয়ে দিতে হবে। মরা ডালপালা কাটতে হবে এবং বছরে একবার ডিপ প্রুনিং দিতে হবে।
চারা লাগানোর পর উন্মুক্ত বা আংশিক ছায়াযুক্ত স্থানে টবটি রাখতে
হবে।
Reviews
There are no reviews yet.