নামঃদার্জিলিং কমলা
বৈজ্ঞানিক নামঃCitrus reticulata
বর্ণনাঃকমলা এক ধরণের সুস্বাদু ফল। কমলা ফলের রঙ কমলা হয় তাই এই ফল কমলা লেবু হিসেবে পরিচিত। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এ ছাড়া ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কোলিন অন্যান্য উপাদান এ পূর্ণ এই ফল ।কমলা লেবু তে রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস।
রোপণ ও পরিচর্যাঃ বেলে এবং দোঁআশ মাটিতে কমলালেবু চাষ করা ভালো ।বর্ষার শুরুতে অর্থাৎ মে-জুন মাসে চারা রোপণ করতে হয়। কমলা লেবুর চারা রোপণের জন্য সমতল জমিতে বর্গাকার, আয়তকার এবং পাহাড়ি জমিতে কন্টুর পদ্ধতিতে মাদা তৈরি করতে হবে। মাদার গর্তের আকার ৬০×৬০×৬০ সেন্টিমিটার এবং চারা থেকে চারা ৪ মিটার × ৪ মিটার দূরত্বে রোপণ করতে হবে।গোবর ১০ কেজি,ইউরিয়া ২০০ গ্রাম,টিএসপি ২০০ গ্রাম,এমওপি ২০০ গ্রাম এবংচুন ৫০০ গ্রাম চুন দিতে হবে।।চারা রোপণের সময় প্রতি গর্তে ১২-১৫ দিন আগে নির্ধারিত হারে সার মাটির সাথে কোদাল দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে। কমলার চারা রোপণের জন্য মে থেকে জুন মাস উপযুক্ত সময়। তবে সেচের ব্যবস্থা থাকলে সারা বছর কমলার চারা রোপণ করা যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যে চারাটি যেন গর্তের মাঝ খানে থাকে। কলমের চারার গেড়ার মাটি যেন সামান্য উঁচু থাকে সে দিকে খেয়াল রাখা উচিত।
টবে বা ড্রামে কমলা চাষ করতে চাইলে সঠিকভাবে টবে বা ড্রামে কমলা চাষ পদ্ধতি ও পরিচর্যা জানা প্রয়োজন। মিনিমাম ১.৫ থেকে ২ ফুট x ১.৫ থেকে২ ফুট সাইজের টপ বা ড্রাম ব্যবহার করতে হবে এর থেকে ছোট আকৃতির টবে বা ড্রামে চায়না কমলার চাড়া রোপণ করা যাবে না।
এরকম একটি টবে বা ড্রামে ধারণকৃত মাটির ওজন প্রায় ৫০ থেকে ৬০ কেজি হবে।
১.৫ থেকে২ ফুট x ১.৫ থেকে ২ ফুট একটি টবের মাটি তৈরি এর সময় নিম্নোক্ত হারে সার মিশিয়ে নিতে
১, গোবর বা কম্পোস্ট (১০– ১৫) কেজি
২, ইউরিয়া সার (১৫০–১৫৫) গ্ৰাম
৩, টিএসপি (১০০–১২০) গ্ৰাম
৪, এমওপি সার (১০০–১২০) গ্ৰা্ম
৫, জিংক সালফেট (১০–১২) গ্ৰাম
৬, সলুবোর বোরন ৫ গ্ৰাম
সার গুলো মাটির সাথে মিশানোর দশ দিন পর একবার সবগুলো ঘেটে দিতে হবে এবং মিশানোর দিন হতে ১৫ থেকে ২০ দিন পরে গাছ রোপন করতে হবে।
এছাড়া সারা বছর গাছের বৃদ্ধি সঠিক মাত্রায় রাখতে টবের কমলা গাছ কে প্রতি মাসে অন্তত একবার করে এক চা চামচ পরিমাণ NPK/মিশ্র সার এবং ৬০০ গ্রাম গোবর দুই লিটার পানিতে গুলিয়ে গাছের চারিদিকে গোড়া থেকে ৬”– ৮” দূরে মাটি খুরে মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করুন।
এটি গাছের বৃদ্ধি কে প্রতিনিয়ত ত্বরান্বিত করবে।
Reviews
There are no reviews yet.