নাম ; কাটা বিহীন কতবেল
বৈজ্ঞানিক নামঃLimonia acidissima
বর্ণনাঃকদবেল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। বুক ধড়ফড় এবং রক্তের নিম্নচাপ রোধেও সহায়ক।
গুড় বা মিছরির সঙ্গে কদবেল মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে এবং রক্তস্বল্পতা দূর হয়।
কদবেলে রয়েছে ট্যানিন নামক উপাদান, যা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো করে।
রোপণ ও পরিচর্যাঃ
কমপক্ষে ২০ ইঞ্চি সাইজের ড্রাম বা টব সংগ্রহ করতে হবে । এই ড্রামের নিচের দিকে কয়েকটি ছিদ্র করতে হবে। এতে গাছের গোড়ায় পানি জমে গাছ পচে যাবেনা ।
তলার এই ছিদ্রগুলো ইটের ছোট টুকরা দিয়ে বন্ধ করতে হবে । যেখানে সবসময় রোদ থাকে টবের গাছটিকে সেখানে রাখতে হবে ।
এবার বেলে দোআঁশ মাটির সাথে, গোবর, টি,এস,পি সার, পটাশ সার, সরিষার খৈল একত্রে মিশিয়ে পানি দিয়ে ফেলে রাখতে হবে।
এইভাবে ১০-১২ দিন পর আবার মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আরও ৮-১০ দিন ফেলে রাখতে হবে । মাটি ঝুরঝুরে হলে একটি সবল সুস্থ কলমের চারা টবে লাগাতে হবে।
গাছের গোড়া থেকে মাটি যেন আলাদা না হয়ে যায় । গাছ লাগানোর পর একটি সোজা কঞ্চি দিয়ে গাছটিকে বেধে দিতে হবে যেন সোজা হয়ে থাকে ।গাছে ফুল আসে ফাল্গুন-চৈত্র মাসে। শরৎকালে বা সেপ্টেম্বর মাসে এই ফল পাকতে শুরু করে। কিছু ডালপালা ছেঁটে দিতে হয় ফল তোলার সময়।
ছাটাই করলে পরবর্তী বছরগুলোতে বেশি ফল আসবে। প্রতি বছর ফল তোলার পর গাছের গোড়ার মাটিতে সার দিতে হবে।
প্রতি টবে ইউরিয়া সার ১৫০ থেকে ২৫০ গ্রাম, এমওপি সার ১০০ গ্রাম, টিএসপি সার ১০০ গ্রাম দিতে হবে। এর সাথে দুই কেজি কম্পোস্ট সার মিশিয়ে দিবেন। আগাছা পরিষ্কার করতে হবে নিয়মিত।
Reviews
There are no reviews yet.