নামঃ নলিনা পাম
বৈজ্ঞানিক নামঃ Beaucarnea recurvata
বর্ণনাঃনোলিনা পাম, সাধারণভাবে পনিটেল পাম বা বিউকার্নিয়া রিকারভাটা নামে পরিচিত ইন্ডোরের জন্য বেশ সুন্দর।সঠিক জায়গায় ইন্ডোর প্লান্ট স্থাপন খুব গুরুত্বপূর্ণ। উপযুক্ত ইন্ডোরে গাছগুলো নিরাপদে বেড়ে উঠতে অনুকূল পরিবেশ পাবে। খুব উত্তপ্ত বস্তুর নিকট, এয়ারকন্ডিশনের কাছাকাছি স্থান, টেলিভিশনের উপর বা পর্দার মাঝামাঝি জায়গা স্থাপন করা যাবেনা
রোপণ ও পরিচর্যাঃউপযুক্ত আকার-আয়তনের টব নির্বাচন ইনডোর প্ল্যান্টের যত্নে একেবারে প্রাথমিক কর্তব্য। কোনো গাছের জন্য ছোটো টব হলেও চলে, আবার কোনো গাছের জন্য বড়ো টব দরকার হয়। টবে বাড়তি জল বেরোনোর ছিদ্র আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে।ইনডোর প্ল্যান্টের যত্নে মাটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত দোয়াঁশ বা বেলে-দোয়াঁশ মাটি ঘরোয়া গাছের পক্ষে উত্তম। মাটি তৈরির সময় দরকার মতো জৈব সার মেশাতে হবে। সঠিকভাবে গাছের যত্ন নিতে হলে দু সপ্তাহ পর পর টবে অল্প পরিমানে জৈব সার দেওয়া উচিত। তাছাড়া প্রতিবছর ইনডোর প্ল্যান্টের টব ও মাটি বদলে দিতে হবে। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে টবের মাটি শুকিয়ে গেলে গাছের ক্ষতি অনিবার্য। অন্যদিকে বেশি পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে। ইনডোর গাছের যত্নে পানি তাই হিসেব করেই দিতে হয়।
Reviews
There are no reviews yet.