নামঃHybrid Petunia,পিটুনিয়া
বৈজ্ঞানিক নামঃ Petunia spp
বর্ণনাঃপিটুনিয়া এক দিনের ফুল। তাই ফুলটি মরে গেলেই সেই ফুলটি বৃতিসহ ছিঁড়ে বা কেটে ফেলে দিতে হবে। এটা না-করলে বা মরা ফুল গাছে থেকে গেলে গাছে বেশি ফুল আসবে না; অকালেই গাছ বুড়িয়ে ফুল দেওয়া কমাতে কমাতে শুকিয়ে মরে যাবে। তাই নিয়ম করে প্রতিদিন আগের দিনের মরা ফুল বৃতিসহ তুলে ফেলতেই হবে।
পিটুনিয়ার অন্যান্য ব্যবহারঃ
পিটুনিয়া ফুল দেখতে অনেক সুন্দর। এটা আমাদের দেশের ফুল নয়। তবে বর্তমানে এটা আমাদের দেশে নিয়মিত চাষ করা হচ্ছে। এই ফুলের নজরকাড়া রঙ এবং সৌন্দর্য পাগল করে সবাইকে। পিটুনিয়া ফুল নানান রঙের আছে। যেমন সাদা, গোলাপি, লাল, হলদে, বেগুনি ইত্যাদি। বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় বা উঠোনে এই ফুলের চাষ ক রা যায়।
পিটুনিয়া ফুলে চাষে টব/মাটি তৈরিঃ
আমাদের দেশে প্রায় সবধরনের মাটিতে পিটুনিয়া ফুলের চাষ করা যায়। তবে দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটিতে পিটুনিয়া ফুলের চাষ সবচাইতে ভাল হয়। এই মাটিতে পিটুনিয়া ফুলের চাষ করলে ভাল ফলন পাওয়া যায়।
পিটুনিয়া ফুলে চাষে কি ধরণের টব/পাত্রের আকৃতি বাছাই করবেনঃ
বাড়িতে পিটুনিয়া ফুল চাষ করার ক্ষেত্রে ছোট অথবা মাঝারি সাইজের মাটির টব ব্যবহার করতে হবে। এছাড়াও যেকোন ধরণের ছোট পাত্র চাষ করা যায়।
পিটুনিয়া জাত বাছাই করাঃ
পিটুনিয়া ফুল দেখতে বেশ আকর্ষণীয়। আমাদের দেশে মূলত গ্রান্ডিফ্লোরা, মাল্টিফ্লোরা এই দুটি জাতের ফুল গ্রীস্মকালে ও বর্ষা কালে ফোটে। এবং চেরি ফ্রস্ট ও আলট্রা ব্লু স্টার এইদুটি জাত শীতকালে ফোটে। এছাড়াও আরও আছে বেভো ও ফ্ল্যাশ গাইব্রিড।
পিটুনিয়া চাষ/রোপনের সঠিক সময় ঃ
পিটুনিয়া ফুল গাছ বছরের যেকোন সময়েই লাগাতে যাবে। তবে গ্রীস্মের আগে লাগানো ভাল। এই সময়ে গাছ লাগালে অনেক ভাল ফলন পাওয়া যায়।
পিটুনিয়া ফুলের বীজ বপন ও সঠিক নিয়মে পানি সেচঃ
পিটুনিয়া ফুলের চাষ সাধারণত বীজ থেকে চারা সংগ্রহ করা হয়। বীজ লাগালে কিছু দিন পর চারা বের হয়। এছাড়াও কাটিং বা দাবা কলম, শাখা কলমের মাধ্যেমেও এই গাছের চাষ করা হয়। তবে নিজের তৈরি বীজে ভাল ফুল পাওয়া যায়। তাই চারা নিজে লাগানোই উত্তম। খেয়াল রাখতে হবে পিটুনিয়া ফুল গাছের পাতা ও ডালপালা বেশ নরম ও রসালো। পাতা অনেকটা মখমলের মতো। নরম প্রকৃতির এসব পাতা ভিজিয়ে জল ঢাললেই সর্বনাশ। পাতা ও গাছ পচে মরে যাবে। এ জন্য জল দেওয়ার সময় ডালপাতা খানিকটা উঁচু করে ধরতে হবে, গোড়ার মাটিতে শুধু জল দিতে হবে অল্প করে।
কিভাবে পিটুনিয়া বাগানের যত্ন ও পরিচর্যাঃ
পিটুনিয়া ফুল গাছের বেশ ভাল ভাবে যত্ন নিতে হবে। গাছ একটু বড় হলে গাছের আগা কেটে দিতে হবে। তাহলে গাছে অনেক শাখা প্রশাখা বের হয়। গাছ একটু বড় হলে গাছকে একটি খুটির সঙ্গে বেধে দিতে হবে। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। এবং গাছকে যে জায়গায় বেশী রোদ পড়ে তেমন জায়গায় রাখতে হবে।
পিটুনিয়ার অন্যান্য ব্যবহারঃ
পিটুনিয়া ফুল দিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা যায়। এই ফুল বাড়ির চার পাশে লাগালে অনেক সুন্দর দেখা যায়।
Reviews
There are no reviews yet.