নামঃ Cherry Blossom,চেরি
বৈজ্ঞানিক নাম:Prunus cerasus
বর্ণনাঃ চেরি ফল অত্যন্ত জনপ্রিয় একটি ফল।চেরি গাছ একটু বড় গাছ হয় তাই এর জন্য ১২ ইঞ্চির একটি টব দরকার। কিংবা এর থেকে বড় আকারের কোন প্লাস্টিকের ড্রামে ও চাষ ভাল হয়। তবে সব সময় খেয়াল রাখতে হবে জল নিকাশি ব্যবস্থা যেন খুব ভালো থাকে।
মাটি প্রস্তুতিঃ
ছাদ বাগানে গাছ করার জন্য উপযুক্ত মাটি তৈরি করতে গেলে প্রথমেই প্রয়োজন কোকো পিট। বাগানের মাটির সঙ্গে কোকোপিট, নিম খোল এবং ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করতে হবে।
সেচঃ
এটি পানির বেশ চাহিদা, প্রতি বছর প্রায় 1200 মিমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সুতরাং, এটি ঘন ঘন তবে অতিক্রম ছাড়াই জল সরবরাহ করা উচিত, গ্রীষ্মকালে সপ্তাহে প্রায় 3-4 বার, এবং বছরের বাকি সপ্তাহে ১-২ বার। যদি শরত্কালে এবং বা শীতকালে নিয়মিত বৃষ্টি হয় তবে জল দেওয়ার দরকার হবে না।
সার প্রয়োগঃ
গাছে সময় মতো চার দেওয়া অতন্ত্য জরুরি | এই গাছের স্যারের জন্য কিছুটা কম্পোস্ট, কিছুটা হার গুঁড়ো এবং তার সাথে কলার খোসার গুঁড়ো দিতে হবে | এখানে কলার খোসার গুঁড়ো পটাসিয়াম হিসাবে কাজ করবে | হারের গুঁড়ো থেকে চেরি গাছ ফসফরাস পেয়ে যাবে | মাথায় রাখতে হবে, সার প্রয়োগের সময় নাইট্রোজেনের পরিমান যেন কম থাকে তা না হলে গাছে ফুল আসবেনা | ১০ দিন ছাড়া ছাড়া সর্ষের খোল পচা তরল সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে |
রোগ ও প্রতিকারঃ
এই গাছে পিঁপড়ের আক্রমণ হয় এবং অনেক পোকারও আক্রমণ হয়ে থাকে | তাই পোকার হাত থেকে বাঁচতে লাল লঙ্কা গুঁড়ো ও কয়েক টুকরো রসুন একদিন রাতে ভিজিয়ে পরেরদিন সেটি গাছের মধ্যে স্প্রে করতে হবে | বাগানের গাছ সুস্থ থাকার জন্য ১৫ দিন ছাড়া ছাড়া পেস্টিসাইড বা নিম তেল ব্যবহার করা বাঞ্চনীয় |
এই গাছ জল ভালোবাসে তবে কখনোই গাছের গোড়ায় যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের গোড়া সর্বদা পরিস্কার রাখতে হবে। আগাছা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ চাষ করতে পারলে ছাদ বাগানে খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে চেরি ফল।
Badal01 –
গুড