নামঃ বল কামিনি
বর্ণনাঃইনডোর প্লান্ট হিসেবে বল কামিনীর বেশ জনপ্রিয়তা রয়েছে। গাছগুলি খুব সুন্দর দেখতে লাগে। কামিনী গাছের উৎপত্তি এশিয়াতেই ।
রোপণ ও পরিচর্যাঃকামিনী গাছের জন্য বেলে-দোআঁশ মাটি প্রয়োজন। উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হতে হবে। সেক্ষেত্রে একভাগ বাগানের মাটির সঙ্গে, নদীর সাদা বালি মাটি কিংবা যদি না থাকে তাহলে লাল বালি মাটি, এবং এর সঙ্গে জৈব সার, জৈব সারের মধ্যে দিতে ভার্মিকম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট। গাছের জন্য প্রয়োজনীয় যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদির সমস্ত কিছুই পাওয়া যাবে কিচেন কম্পোস্ট থেকে। গাছকে সাত-আট ঘণ্টা রোদে রাখতে হবে। যদি মোটামুটি সাত আট দিন অন্তর অন্তর নিম তেল স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণ একেবারে হবে না।
প্রতি টবের জন্য দোআঁশ মাটির সঙ্গে তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে একমুঠো হাড়ের গুঁড়ো, দুই চা-চামচ চুন, দু মুঠো ছাই মেশাতে পারলে ভালো হয়। এতে টবের মাটি দীর্ঘদিন উর্বর থাকবে। মৌসুমি ফুলের ক্ষেত্রে মাসখানেক বয়সের ফুলের চারা টবে রোপণ করা উচিত।
Reviews
There are no reviews yet.