নামঃহাইব্রিড টমেটো হলুদ
বৈজ্ঞানিক নাম:Solanum lycopersicum
বর্ণনাঃ টমেটো ‘সোলানেসি’ পরিবারের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি। অধিক পুষ্টিগুণসম্পন্ন এ সবজিটি প্রায় সারা পৃথিবীতেই জন্মানো হয়। অধিক ফলন, আগাম ফসল প্রাপ্তি, অমৌসুমে উৎপাদন ইত্যাদি নানান কারনে হাইব্রিড টমেটোর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিশ্বের নামীদামি সব বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত অধিকাংশ বীজই তাই হাইব্রিড বীজ। সামগ্রীকভাবেই যে কোন ফসলের ভাল বীজ উৎপাদন করা ঐ একই ফসলের উৎপাদনের তুলনায় অধিক দক্ষতা ও শ্রমসাধ্য ব্যাপার। আর হাইব্রিড বীজ উৎপাদনের বেলায় সমগ্র কর্মকাÐ পরিচালনায় অধিক মনোযোগ, বিশেষ জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করতে হয়।
জীবনকালঃ
ফল ধারনের ৩৫ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। দিন
সিরিজ সংখ্যাঃ
১৫
উৎপাদন ( সেচ সহ ) / প্রতি হেক্টরঃ
৮০-৮৫ টন কেজি
উৎপাদন ( সেচ ছাড়া ) / প্রতি হেক্টরঃ
০ কেজি
জাত এর বৈশিষ্টঃ
১। হলুদ পাতা কোঁকড়ানো ভাইরাস প্রতিরোধী।
২। আকর্ষনীয় লাল রং, বীজ কম।
৩। পুরু চামড়া হওয়ায় অনেক দিন সংরক্ষন করা যায়।
৪। ফলের ওজন ৭৫ গ্রাম।
৫। ফলন ৮০-৮৫টন/হেঃ।
চাষাবাদ পদ্ধতিঃ
১ । বপনের সময় : সেপ্টেম্বর- অক্টোবর (শীতকালে)।
২ । মাড়াইয়ের সময় : ফল ধারনের ৩৫ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়।
৩ । সার ব্যবস্থাপনা : গোবর ১০ টন, ইউরিয়া ৩০০ কেজি, টিএসপি ২০০ কেজি, এমওপি ২০০ কেজি, জিপসাম ১০০ কেজি, ম্যাগনেসিয়াম অক্সাইড ১২ কেজি, বোরাক্স ১০ কেজি, দস্তা ১২ কেজি। বেসাল ডোজ ও গোবর সার শেষ চাষের আগে জমিতে ভাল করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। উপরি প্রয়োগের ইউরিয়া এবং এমপি সার গাছের গোড়ার ১০-১৫ সেমি দুরে দিয়ে মাটির সঙ্গে ভাল করে মিশিয়ে দিতে
Reviews
There are no reviews yet.