নাম ঃ সাদা জবা
বৈজ্ঞানিক নামঃHibiscus rosa-sinensis
বর্ণনাঃজবা গাছের নানান ঔষধি গুন রয়েছে। তাই তো আয়ুর্বেদে জবার অনেক ব্যবহার লক্ষ করা যায়।
চোখ ওঠা,মাথায় টাক পোকা,হাতের তালুতে চামড়া ওঠা,বমির আধিক্য থাকলে,চুল রুক্ষ হলে,স্থূলতা বৃদ্ধি পেলে,ক্ষত নিরাময়ে সহয়তা করে।
রোপণ ও পরিচর্যাঃযে কোনও মাটিতেই জবা গাছ জন্মায়। তবে বেলে-দোঁয়াশ মাটি এই চাষের পক্ষে উপযুক্ত। সার মিশিয়ে মাটি তৈরি করলে ভাল ফুল পাওয়া যায়। ভাদ্র-আশ্বিন মাসে জবার চারা লাগানো হয়। জবা গাছ বসানোর ক্ষেত্রে প্রতি সারিতে ৩-৪ মিটার অন্তর দেড় ঘন ফুট গভীর গর্ত করতে হবে। চারা লাগিয়ে গোড়ার মাটি চেপে দিতে হবে৷ জলও দিতে হবে প্রয়োজন মতো। মাটির পাশাপাশি টবেও এই গাছ লাগানো যেতেই পারে৷ তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে টবটিতে যেন জল দাঁড়াতে না পারে৷ উপযুক্ত রোদ লাগে, এমন জায়গাতেই টবটি রাখতে হবে৷ শীতকালে উত্তুরে হাওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে গাছটিকে৷ দিনে পাঁচ-ছ’ঘণ্টা রোদ থাকে, এমন জায়গায় জবা গাছ বসানোই সবচেয়ে ভাল৷ গাছে ফুল আসার সময়ে প্রতি লিটার জলে ২৫ মিলিলিটার ল্যানোফিক্স মিশিয়ে প্রতিদিন স্প্রে করতে হবে।
টবে রোপনের জন্যঃটবে জবা রোপনের প্রথম ধাপ মাটি প্রস্তুতকরণ। এর জন্য ২ ভাগ মাটি, ১ ভাগ কোকোপিট বা ধানের তুষ বা গাছের গুড়ো এবং ১ ভাগ জৈব সার একসাথে মিশিয়ে নিন। এভাবে মাটি প্রস্তুত করে গাছটি সুন্দর ভাবে লাগিয়ে দিন এবং টবে ভরপুর পানি দিয়ে দিন এবং ৫ দিনের জন্য ছায়যুক্ত স্থানে রাখুন।জবা গাছে প্রচুর ফুল পেতে হলে প্রতি মাসে ১ মুটো সরিষার খৈল গুড়ো, ২ চামচ হাড় গুড়ো বা ১ চামচ ফসফেট এবং ১ চামচ পটাশ একসাথে মিশিয়ে গাছে দিয়ে দিতে হবে এতে জবা গাছে সুন্দর ফুল আসবে।
Reviews
There are no reviews yet.