নামঃGolden Trumpet,এলামন্ডা ফুল
বৈজ্ঞানিক নাম: Allamanda cathartica
বর্ণনাঃএলামুন্ডাকে অলকানন্দা এবং ইয়োলো ট্রাম্পেট ও বলা হয়। ইংরেজিতে বলা হয়। অসামান্য সুন্দর দেখতে এই এলামুন্ডা ফুলগুলি বছরের একবারই বাগানকে আলো করে। গরমের মরসুম থেকে শীতের আগে পর্যন্ত অল্প যত্ন নিলেই এই গাছ ফুলে ভরে যায়।
এলামুন্ডা জন্য স্থান নির্বাচন:-
ইয়োলো ট্রাম্পেট বা এলামুন্ডা গাছে প্রচুর ফুল পেতে চারা গাছ রোপণের পূর্বে সঠিক জায়গা ও মাটি নির্বাচন করতে হবে। সরাসরি মাটিতে প্রতিস্থাপন করলে ঢালু স্থান নির্বাচন করতে হবে, যেখানে সহজে জল দাড়ায় না। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে হবে, এতে গাছের বাড়বাড়ন্ত ভালো হয় এবং রোগে আক্রান্ত কম হয়।
টব নির্বাচন:-
এলামুন্ডা একটি তাই ভালো হয় বড় টব নির্বাচন করলেI টবে নির্বাচনের ক্ষেত্রে ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে। প্লাস্টিকের টব না নেওয়ায় ভাল, তাতে জল নিকাশি ব্যাবস্থা ভাল হয় না। টবে যেন জল না জমতে পারে তার জন্য টবের নীচে ফুটো করে জলনিকাশির ব্যবস্থা নিশ্চিৎ করতে হবে। যে কোন গাছের বেঁচে থাকার জন্য প্রথম উপাদান মাটি, আর মাটির জল নিষ্কাশন ব্যাবস্থা যদি ভাল না হয় তাহলে চারাগাছ প্রতিস্থাপনের কিছু দিন পারে মাড়া যাবে।
মাটি প্রস্তুত:-
টবে এলামুন্ডা গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে, যে উপাদান নিতে হবে- উর্বর দোঁয়াশ মাটি ৫০% সাথে ২০% বালি ৩০% জৈব সার (এক বছরের পুরনো গোবর সার/ পাতা পঁচা/ভার্মিকম্পোস্ট) এবং নিতে হবে হাফ মুঠো হাড়গুড়ো,হাফ মুঠো সিংকুচি এবং দু চামচ নিম খোল হবে।ছটিকে সরাসরি মাটিতে প্রতিস্থাপন করতে চাইলে, প্রতিস্থাপন এর পূর্বে মাটি ভালো ভাবে খুঁড়ে নিয়ে পরিমান মত ৬ মাসের পুরানো গোবর সার বা পাতাপঁচা সার, সাথে এক মুঠো হাঁড়গুড়ো, এক মুঠো শিংকুচি, এক মুঠো নিমখোল এবং কিছুটা সরিষার খোল মাটির সাথে ভাল করে মিশিয়ে ১৫ থেকে ২০ দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে। ফলে গাছটি নিজেই তার চাহিদা অনুযায়ী পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করে বেড়ে উঠবে । ২০ দিন পরে জায়গাটি তৈরি হয়ে গেলে গাছটিকে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে।
প্রথমে টবের ছিদ্র গুলোকে ইটের টুকরো/ টব ভাঙা টুকরো দিয়ে আটকে দিতে হবে, ছিদ্র গুলোকে আটকে দেওয়ার পর কিছু বালি-নুড়ি টবের মধ্যে বিছিয়ে দিয়ে এক ইঞ্চি বেড তৈরি করে নিতে হবে যাতে অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেম থেকে টবের বাইরে বেরিয়ে যায়। এর পর অল্প পরিমাণ মাটি দিয়ে গাছটি টবের ঠিক মাঝ বরাবর বসাতে হবে। এরপর প্রয়োজনানুযায়ী মাটি ভালোকরে ঠেসে ঠেসে দিতে হবে কারণ ঠেসে দিলে মাটির মধ্যে থাকা বাতাস বেরিয়ে যায় ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রতিস্থাপন হয়ে গেলে প্রায়াজন মতো জল দিয়ে দিতে হবে। এবং টবটিকে ৫ থেকে ৬ দিনের জন্য ছায়া স্থানে রাখতে হবে
আলো :-
এলামুন্ডা গাছ রৌদ খুব ভালোবাসে তাই যেখানে দিনে ৬ থেকে ৮ ঘন্টা সরাসরি সূর্যের আলো পাই তেমন স্থানে টবটি রাখতে হবে। ব্যালকনিতে ও করা যায় তবে যে স্থানে আলো আসে সেখানে গাছটি রাখতে হবে। এতে যতটুকু রোদ পাবে তাতেই গাছটি সুন্দর ভাবে বেড়ে উঠতে পারবে। এলামুন্ডা গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা ২২ থেকে ৩৫।
এলামুন্ডা গাছে জল প্রয়োগ:-
টবে এলামুন্ডা ফুল গাছ প্রতিস্থাপন করলে গাছে জলের চাহিদা প্রচুর থাকে। জলের অভাব হলেই গাছের ফুল শুকিয়ে যায় বা কুঁড়ি গাছ থেকে ঝড়ে পাড়ে এবং পাতা গাছ থেকে ঝরে পড়তে থাকে। এজন্য গরমকালে প্রতিদিন দুবেলা করে গাছের গোড়ায় জল দিতে হবে। গরমকালে over watering হলেও কোন সমস্যা নেই, অতিরিক্ত জল টবের নিচে ফুটো দিয়ে বেরিয়ে যায়, তাই টবে গাছ প্রতিস্থাপনের পূর্বে অবশ্য টবের নিচে ফুটো রাখতে হবে জল নিষ্কাশনের জন্য। গরমকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে গেলে প্রতিদিন সন্ধাতে গাছ গুলিকে সাওয়ার দিয়ে স্থান করিয়ে দিতে হবে।
Reviews
There are no reviews yet.