নামঃdahlia,ডালিয়া
বৈজ্ঞানিক নাম: Dahlia
বর্ণনাঃডালিয়া বীজ, মূলজ কন্দ, ডাল কলম এবং ক্ষেত্রবিশেষে জোড় কলমের সাহায্যে বংশবিস্তার করে।
ডালিয়া ফুল গাছের গোড়ায় জন্মানো মূলজ কন্দ পরবর্তী বছর চারা তৈরির কাজে ব্যবহৃত হয়।
ফাল্গুন-চৈত্র মাসে ফুল শেষে গাছ নিস্তেজ হয়ে পাতা ও ডাঁটা শুকিয়ে এলে কন্দ পরিপক্ব ও সংগ্রহ উপযোগী হয়।
মাটির নিচ থেকে অক্ষত অবস্থায় কন্দ তুলে ১-২ দিন বাতাসে শুকিয়ে আলুর মতো শুষ্ক বালিতে সংরক্ষণ করতে হয়।
অতঃপর ভাদ্র-আশ্বিন মাসে কন্দগুলোকে অর্ধেক মাটি ও অর্ধেক বালিমিশ্রিত বীজতলা বা টবে রোপণ করে সামান্য পানি সিঞ্চন করলে কয়েক দিনের মধ্যে কন্দের চোখ থেকে নতুন চারা বের হয়।
আশ্বিন-অগ্রহায়ণ পর্যন্ত সময়ে জমিতে কিংবা টবে ডালিয়া ফুলের চারা রোপণ করা যায়।
ডালিয়া ফুল চাষের জন্য মাটি গভীরভাবে নরম ও ঝরঝরে করে তৈরি করে নিতে হবে।
চারা ২ -৫ সে.মি. লম্বা হলে মূলজ কন্দটিকে চারাসহ কেটে টুকরো করে নির্ধারিত জমিতে বা টবে রোপণ করতে হয়।
অপরদিকে আশ্বিন-অগ্রহায়ণ মাসে ডালিয়ার ডাল কলম করা যায়।
এ সময় মূলজ কন্দে জন্মানো কচি চারা বা ডাল থেকে গিটসহ কেটে বা ভেঙে নিতে হয়।
তা ছাড়া পুষ্ট কন্দ বা কাণ্ডের পাশে জন্মানো ১৫-২০ সে.মি. লম্বা পুষ্ট ডাল ও গিটসহ সংগ্রহ করা চলে।
পরে ডালগুলোকে বালি ভর্তি টবে কিংবা জমিতে পুঁতে প্রয়োজন মতো হালকা সেচ দিলে ১০-১৫ দিনের মধ্যে ডালে শিকড় গজায়।
শিকড় গজানোর পর কলমগুলোকে সাবধানে তুলে পলিথিন ব্যাগে বা ছোট টবে ৫০ শতাংশ গোবরমিশ্রিত মাটিতে লাগাতে হয়।
৮ -১০ দিনের মধ্যে চারা সতেজ হয়ে উঠলে নির্ধারিত জমিতে বা টবে রোপণ করতে হবে।
ডালিয়া চাষের জমিতে জাতভেদে ৬০-৯০ সে.মি. দূরত্ব সারিবদ্ধভাবে আর প্রতি টবে একটি চারা রোপণ করতে হয়।
টবের আকার ২৫ সে.মি. হলে ভালো হয়।
সার ও পরিচর্যাঃ
ডালিয়ার বাগানে বা টবে চারা রোপণের পর এমন ভাবে সেচ দিতে হবে, যাতে কখনো পানির ঘাটতি না পড়ে। একেই সাথে গাছের গোড়ায় পানি যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া প্রতি ১০০ বর্গ মিটার জমিতে
২০০ কেজি গোবর,
৩ কেজি কাঠের ছাই,
ও ২কেজি টিএসপি সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিতে হবে।
ভারি মাটিতে গোবরের পরিমাণ বাড়িয়ে দেওয়া ডালিয়া ফুল চাষ এর জন্য ভালো।
তবে টবে ডালিয়া ফুল চাষের জন্য ২ ভাগ দো-আঁশ মাটি, ২ ভাগ বালি, ২ ভাগ কাঠের ছাই, ১ ভাগ পাতা পচা সার, ১ ভাগ গোবর, ১ ভাগ খৈল ও ১ ভাগ টিএসপি সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে।
এছাড়া ডালিয়া চাষ করতে আবহাওয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বৃষ্টিতে মাটি স্যাঁতসেঁতে থাকলে পানি দেওয়ার প্রয়োজন হয় না।
তবে শুষ্ক মৌসুমে পানির পরিমাণ বাড়িয়ে মাটি আর্দ্র করে তুলতে হবে।
কারণ ডালিয়া গাছের জন্য আর্দ্র মাটি প্রয়োজন।
টবের গাছের ক্ষেত্রে সেই ব্যবস্থা করা উচিত।
বৃষ্টির সময়ে গাছের ওপর ছাউনি দিতে পারলে ভালো কিংবা কোনো ছাউনির নিচে রাখলে গাছ নিরাপদে থাকবে।
টবের গাছের ক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে পানি দিয়ে মাটিকে আর্দ্র রাখা উচিত।
ফুলের আকার বড় করার জন্য প্রতি শাখায় ১টি করে কুঁড়ি রেখে বাকিগুলো ভেঙে দেওয়া যেতে পারে।
তা ছাড়া গাছের পাতায় মাঝে মাঝে পানি সিঞ্চন করা ভালো।
গাছ বাড়ার সঙ্গে সঙ্গে এতে লাঠি দিয়ে ঠেস দিতে হয়।
রোগবালাই দমনঃ
ডালিয়া ফুলে সাধারণ রেড স্পাইডার ও রেড মাইভ ধরনের পোকার আক্রমণ হয়।
এ পোকার আক্রমণ থেকে বাঁচতে প্রতি সপ্তাহে নিয়ম করে ক্যালিথিন বা নোবাকন নামে ওষুধের ২০ ফোঁটা এক লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করে ডালিয়াগাছ ভিজিয়ে দিতে হবে।
ফুল সংগ্রহঃ
জমিতে বা বড় টবে ডালিয়া ফুল গাছ রোপণের ৬০ থেকে ৭০ দিনের মধ্যে গাছে ফুল ফোটে। সম্পূর্ণভাবে ফুল প্রস্ফুটিত হবার কিছু আগে সন্ধ্যার দিকে ধারালো ছুরি দিয়ে ডাঁটি সমেত ফুল কেটে সংগ্রহ করা উত্তম; এতে ফুল অধিক সময় থাকে।
Badal01 –
ভেরি নাইস