হাসনাহেনা ফুল বলতেই মনের কোণে নাড়া দেয় সুগন্ধিফুলের রাজ্যের রাণী যেন হাসনাহেনা ফুল। এ ফুলের সাধারণত পাঁচটি পাপড়ি হয়। ফুলের রং সাদা। ফুলটি বাড়ির উঠোনের ও ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে সেই সাথে সারা বাড়ি গন্ধে মাত করে রাখে এ ফুল। শীতের মৌসুম ছাড়া সারা বছরই এ ফুল দেখতে পাওয়া যায়।
প্রতি টবের জন্য দোআঁশ মাটির সঙ্গে তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে একমুঠো হাড়ের গুঁড়ো, দুই চা-চামচ চুন, দু মুঠো ছাই মেশাতে পারলে ভালো হয়। এতে টবের মাটি দীর্ঘদিন উর্বর থাকবে। মৌসুমি ফুলের ক্ষেত্রে মাসখানেক বয়সের ফুলের চারা টবে রোপণ করা উচিত।
Reviews
There are no reviews yet.