নামঃ কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত যেমন গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতাগোলাপ,গরুড়চাঁপা ইত্যাদি।
বৈজ্ঞানিক নামঃ Plumeria
বর্ণনাঃ‘কাঠ গোলাপ’ নামের ফুলটির সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। গোলাপের মত
নয়, আবার কাঠের সঙ্গেও তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে
ফুলটির নাম ‘কাঠ গোলাপ’ দেওয়া হয়েছে। সারা বছর ফুল ফোটে কাঠগোলাপ গাছে।
চমৎকার সুগন্ধিযুক্ত ফুলের গুচ্ছ একরাশ প্রশান্তি নিয়ে আসবে মনে।
রোপণ ও পরিচর্যাঃ
দোআঁশ মাটি এই গাছের জন্য আদর্শ। ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ জৈব সার মিশিয়ে
মাটি তৈরি করতে হবে। যে টবে লাগানো হবে তার নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে। মাটির টবের ভাঙা অংশ দিয়ে ছিদ্র বন্ধ করে তারপর গাছ লাগাতে হবে।
বীজ রোপণ করতে চাইলে আগে পানিতে ভিজিয়ে রাখবেন একদিন। মাটিতে যেন নাইট্রোজেনের
পরিমাণ বেশি হয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। নাইট্রোজেন বেশি হয়ে গেলে প্রচুর পাতা
আসবে, কিন্তু ফুল ফুটবে না সহজে। তাই নাইট্রোজেনযুক্ত সার ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা
অবলম্বন জরুরি।
একটু বড় টব বাছাই করতে হবে কাঠগোলাপ গাছের জন্য।
গাছে নতুন পাতা গজাতে শুরু করলে সুপার ফসফেট বা ইউরিয়া সার অল্প করে টবের
কিনারা দিয়ে ছিটিয়ে দিতে হবে। শিকড়ের আশেপাশে দেওয়া যাবে না।
অতিরিক্ত পানি দেওয়া যাবে না টবে। টবে নিয়মিত পানি দেওয়া জরুরি।
রোদ ও আলোবাতাস আছে এমন স্থানে টব রাখতে হবে।
Reviews
There are no reviews yet.